ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৬ মার্চ ২০২৫   আপডেট: ১৭:২৬, ২৬ মার্চ ২০২৫
লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জামাল আহমেদ সনি

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের (২৩) অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি জামাল আহমেদ সনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জামাল আহমেদ জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের শফি আলমের ছেলে। র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে জামাল তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী ডাক-চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।

আরো পড়ুন:

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘‘ধর্ষণের অভিযোগে এক গৃহবধূ মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে। আসামিকে থানায় হস্তান্তর করা হবে।’’

ঢাকা/লিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়