ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

কমিটি নিয়ে দ্বন্দ্ব: লক্ষ্মীপুর যুবদলের ফরিদ উদ্দিনকে শোকজ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২৬ মার্চ ২০২৫  
কমিটি নিয়ে দ্বন্দ্ব: লক্ষ্মীপুর যুবদলের ফরিদ উদ্দিনকে শোকজ

ফরিদ উদ্দিন

লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন সাংগঠনিক দায়িত্বে থেকে নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে হবে। তিন দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সদর (পশ্চিম), রায়পুর ও পৌর যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ফরিদকে কারণ দর্শাতে হয় বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সহ দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকে ফরিদ উদ্দিন সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন। ঘটনাটি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। 

সম্মেলন ছাড়াই গত ১ মার্চ লক্ষ্মীপুরে যুবদলের ১১টি শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত কমিটির মধ্যে সদর উপজেলা (পশ্চিম) ও রায়পুর উপজেলা কমিটি নিয়ে যুবদলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে। ফরিদ উদ্দিন বিক্ষুব্ধ অংশকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা কমিটির আহ্বায়ক ও অন্য এক যুগ্ম আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করেন। 

জানতে চাইলে ফরিদ উদ্দিন বলেন, ‘‘ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সদর উপজেলা (পশ্চিম) ও রায়পুর উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। এগুলো পকেট কমিটি। ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। আমি ত্যাগীদের পক্ষে আছি।’’ 

তাকে কারণ দর্শানোর বিষয়ে কিছু জানা নেই বলে জানান ফরিদ উদ্দিন।
 

ঢাকা/লিটন/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়