মাদারীপুরে উপজেলা শ্রমিকদলের সভাপতিকে হত্যার ঘটনায় মামলা
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শাকিল মুন্সী
মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সী (৩৮) হত্যার ঘটনায় থানায় মামলা করেছের নিহতের বড় ভাই হাসান মুন্সী। বুধবার (২৬ মার্চ) দুপুরে মামলা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
নিহতের স্বজনেরা অভিযোগ করেন, সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি করা হয় যুবলীগ নেতা লিটন হাওলাদারকে। শাকিল মুন্সী এর বিরোধিতা করেন। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করেন লিটন হাওলাদারের লোকজন।
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’
ঢাকা/বেলাল/রাজীব