ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ২৬ মার্চ ২০২৫   আপডেট: ২২:২৯, ২৬ মার্চ ২০২৫
মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

ফাইল ফটো

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলার বারৈয়াহাট পৌরসভার শান্তিরহাট রাস্তার মাথায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম মো. জাবেদ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমিটি ঘোষণা নিয়ে পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে বুধবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জাবেদ নামের একজন নিহত হয়েছেন। তবে, তার কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চট্টগ্রামে কর্মরত ছিলেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রেজাউল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়