ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

‘মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ১৭:০৭, ২৭ মার্চ ২০২৫
‘মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা’

ফাইল ফটো

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ‘‘মহাসড়কে কোনো অবস্থাতেই ব্যাটারিচালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশাগুলো মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে যাত্রী উঠানামা করবে। যারা অটোরিকশা ব্যবহার করবেন তাদেরও সচেতন থাকতে হবে। তাহলেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।’’

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘মহাসড়কে অটোরিকশা উঠলে ব্যবস্থা নেওয়া হবে।’’

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, ‘‘ঈদে যানজট নিরসনে মহাসড়ক দখলমুক্ত রাখা, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তায় জিএমপি পুলিশ সদস্যরা কাজ করছেন। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের সদস্যরা (ভলান্টিয়ার) সহায়তা করছেন। সিটি কর্পোরেশন থেকেও সহায়তা করা হচ্ছে।’’

তিনি আরো বলেন, ‘‘ঈদের বন্ধে মহাসড়কে শুরু জরুরি পরিবহন চলবে। বাকি সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে।’’

এ সময় চালকদের প্রতি আহ্বান জানিয়ে জিএমপি কমিশনার বলেন, ‘‘সড়কের যেখানে-সেখানে গাড়ি পার্কিং করবেন না। আমাদের সহযোগিতা করুন, আমরাও সর্বোচ্চ চেষ্টা করব; যাতে ঘরমুখো মানুষ সহজে বাড়ি যেতে পারে।’’

ঢাকা/রেজাউল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়