সিরাজগঞ্জে প্রথমবারের মতো ৩৮১ জন আনসার সদস্য পেলেন ঈদ উপহার
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
আনসার বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো সিরাজগঞ্জের ৯টি উপজেলার ৩৮১ জন আনসার সদস্য ভাতা ভোগীর মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। ঈদ উপহার পেয়ে তারা বেজায় খুশি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
জানা যায়, আনসার বাহিনীর (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিক নির্দেশনায় সিরাজগঞ্জের ৯টি উপজলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মোট ৩৮১ জন ভাতাভোগী ২৪৭ জন পুরুষ ও ১৩৪ জন্য নারীর মাঝে সফলভাবে ঈদ উপহার বিতরণ করা হয়।
জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, “জেলা কার্যালয়ে ঈদ উপহার বিতরণী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষে ৯টি উপজেলার স্ব-স্ব উপজেলা কার্যালয়ের সামনে ভার্চুয়ালি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ভাতা ভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।”
বাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার হাতে পেয়ে দলনেতা মোহাম্মদ আলী জিন্নাহসহ ভাতা ভোগীরা বলেন, “বাহিনীতে দীর্ঘ দিন কাজ করলেও আমরা এই প্রথম ডিজি মহোদয়ের উদ্যোগের কারণে প্রথম বারের মত ঈদ উপহার পেলাম। আমরা এজন্য সন্মানিত ডিজি মহোদয়, জেলা কমান্ড্যান্ট বাহিনী সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় বজায় থাকলে বাহিনীর প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।”
সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ জানান, সন্মানিত ডিজি স্যারের উদ্যোগে এই প্রথম সারা জেলার ভাতা ভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া সম্ভব হয়েছে। এমন উদ্যোগ গ্রহণের জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ধরনের উদ্যোগ অবশ্যই বাহিনীর সদস্য/সদ্যসাদের কার্যক্রমকে গতিশীল করবে বলেই বিশ্বাস।
এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট মশিউর রহমান, সার্কেল এ্যাডজুট্যান্ট সোহেল রানাসহ সকল উপজেলার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষিক ও প্রশিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা/অদিত্য/এস