ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

কুষ্টিয়ায় আবরার হত্যার রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২৭ মার্চ ২০২৫  
কুষ্টিয়ায় আবরার হত্যার রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর ও পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা স্কুলের প্রাক্তন, অধ্যয়নরত ছাত্র ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ন্যায়বিচারের স্বার্থে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। আদালতের দেওয়া রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলেও এখনো চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক। তাদের দ্রুত গ্রেপ্তার না করা বিচার ব্যবস্থার প্রতি অবহেলার প্রমাণ। বিশেষ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা প্রশাসনিক ব্যর্থতার নজির। 

আরো পড়ুন:

মানববন্ধনে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ (বুলু), ছোট ভাই আবরার ফাইয়াজ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম উল হাসান অপুসহ কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সেখানে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং রায় কার্যকরের দাবি জানানো হয়েছে।

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একটি গ্রুপ।

আবরার হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার একটি আদালত ২০ বুয়েট শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি বাধ্যতামূলক পর্যালোচনার জন্য হাইকোর্টে পাঠানো হয়। হাইকোর্ট পূর্বের রায় বহাল রাখেন। দণ্ডিত ২৫ জন বন্দির মধ্যে ২১ জন বর্তমানে কারাগারে রয়েছেন।

ঢাকা/কাঞ্চন/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়