ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ২৭ মার্চ ২০২৫  
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ আলী নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কোটচাঁদপুর-আজমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী পান্তাপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেল চালিয়ে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন ইউসুফ আলী। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়