দিনাজপুরে বাসচাপায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রতীকী চিত্র
দিনাজপুরে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল করিম (৫০) নামে ট্রাফিক পুলিশের একজন টিএসআই নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় কাহারোল উপজেলার এগার মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাফিকের টিএসআই দিনাজপুর ডিভিশনে কর্মরত ছিলেন। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুরে।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে বীরগঞ্জ ট্রাফিক চেকপোস্ট থেকে ডিউটি শেষ করে মোটরসাইকেল যোগে দিনাজপুরে আসছিলেন। পথে এগার মাইল নামক স্থানে শামীম এন্টারপ্রাইজ নামের একটি বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ঢাকা/মোসলেম/টিপু