যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৬১৯৫ মোটরসাইকেল পারাপার
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

যমুনা সেতু পারাপারের অপেক্ষায় থাকা মোটরসাইকেল
ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচলের পরিমাণ বেড়েছে অনেক।
গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা) যমুনা সেতু পারাপার হয়েছে ৬ হাজার ১৯৫টি মোটরসাইকেল। এ থেকে টোল আদায় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৭৫০ টাকা।
শুক্রবার (২৮ মার্চ) যমুনা সেতু কর্তপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা দুইটি করে বুথ রয়েছে। ফলে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছেন।”
ঢাকা/কাওছার/মাসুদ