ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাখে আল্লাহ মারে কে

মাগুরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ১৫:০৩, ২৮ মার্চ ২০২৫
রাখে আল্লাহ মারে কে

‘রাখে আল্লাহ মারে কে’- কথাটি আবারও প্রমাণিত হলো মাগুরায় এক সড়ক দুর্ঘটনায়। ভয়াবহ এ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন মাক্রোবাসের চালকসহ ছয় যাত্রী।   

মাগুরা সদরে ঢাকা-ঝিনাইদহ মহাসড়কের কাশীনাথপুর এলাকায় শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

ঢাকা থেকে মেহেরপুর যাওয়ার পথে মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটি ভয়ানকভাবে দুমড়ে-মুচড়ে গেলেও চালক ও যাত্রীরা অলৌকিকভাবে বেঁচে গেছেন। তবে আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি মেহেরপুর। ঈদের ছুটিতে তারা ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। 

আহতরা হলেন শাকিল (২৫), হুমাইরা (২১), শফিক (৫৫) ও রত্না (৪০)। এদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুভাষ রঞ্জন হালদার বলেন, ‘‘মাইক্রোবাসের চালকসহ ৬ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’’ 

মাগুরার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

শাহীন//

সর্বশেষ

পাঠকপ্রিয়