ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ১৬:২৫, ২৮ মার্চ ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সৃষ্ট যানজট স্বাভাবিক হয়েছে। ধীরগতিতে চলতে শুরু করেছে যানবাহন। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কে দায়িত্বরত গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, ‘‘ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সেই সঙ্গে গত রাতে মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে একাধিক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে, আজ দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’’

ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রী মোবারক হোসেন বলেন, ‘‘মেঘনা সেতু পার হওয়ার পর থেকেই যানজটে আটকে ছিলাম। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।’’

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘‘গত রাতে মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দী, আনারপুরা ও বাউশিয়া এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা ও যানবাহনের চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’’

ঢাকা/রতন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়