ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ২১:৩৮, ২৮ মার্চ ২০২৫
ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল ফিতরে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পণ্যবাহী ট্রাক-পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এমন দৃশ্য দেখা যায়।

এলেঙ্গা বাস্ট্যান্ডে কথা হয় পাবনার শাহ আলম মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘‘গতকাল অফিস ছুটি হয়েছে। শুক্রবার সকাল থেকে চন্দ্রা মোড়ে প্রায় ৩ ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। কিন্তু, কোনো বাস পাইনি। তাই স্ত্রী-সন্তান নিয়ে পিকআপে বাড়ি যাচ্ছি।’’

পারুল বেগম নামের আরেক নারী বলেন, ‘‘মহাসড়কে বাস নাই। তাই, প্রচণ্ড রোদের মধ্যে খোলা ট্রাকে বাড়ি যেতে হচ্ছে।’’

পিকআপ চালক হান্নান বলেন, ‘‘ঘরমুখো মানুষের উপকার করতেই তাদের গাড়িতে তুলেছি। তা না হলে অনেকের বাড়ি যাওয়া হবে না, কর্মস্থলেই ঈদ করতে হবে।’’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, ‘‘পণ্যবাহী ট্রাক-পিকআপে ঘরমুখো মানুষের যাত্রাকে নিরুৎসাহিত করতে কয়েক দিন ধরে প্রচার চালানো হচ্ছে। তারপরও যারা এভাবে যাচ্ছেন, তাদের সতর্কতামূলক পরামর্শ দেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

ঢাকা/কাওসার/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়