হবিগঞ্জে সুবিধাবঞ্চিত ৫ শতাধিক শিশু পেল ঈদের পোশাক
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

হবিগঞ্জে ‘একটি ঈদ ওদের জন্য ও তারুণ্যের মেহিদী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এসময় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন অতিথিরা।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে হবিগঞ্জ শহরের বাডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
তারুণ্য সোসাইটির সভাপতি মো. আবিদুর রহমান রাকিবের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডা. জমির আলী, লেখক তাহমিনা বেগম গিনি, বার্ডস কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি দিতে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে আসেন অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন।
ঢাকা/মামুন/মাসুদ