পদ্মা সেতুতে সোয়া ৪ কোটি টাকা টোল আদায়, যানবাহন চলাচল স্বাভাবিক
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকার টোল আদায় হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকালে পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়িদ এতথ্য জানান।
প্রকৌশলী আবু সায়িদ জানান, পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় শুক্রবার টোল আদায় বেড়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত এই সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।
এসময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ২৬ হাজার ৫৭টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পারি দিয়েছে ১৩ হাজার ৫৮০টি যানবাহন। উভয় প্রান্তে চলাচল করেছে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন। যার মধ্যে মোটরসাইকেল ছিল ৯ হাজার ৮৫২টি। গত কয়েকদিনের ঈদ যাত্রায় মোটরসাইকেল পারাপারের সংখ্যা শুক্রবারই ছিল সর্বোচ্চ।
তিনি আরো জানান, টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হয় শুক্রবার থেকে। ঈদের ছুটিতে শুক্রবার ভোর থেকে দেশের দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূর পাল্লার যানবাহনের চাপ বাড়ে। শনিবার ভোর থেকে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ কমে এসেছে।
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছেন দক্ষিণবঙ্গের মানুষ। তবে আধুনিক এই মহাসড়কের কোথাও কোনো যানজটের বিড়ম্বনা নেই।
মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জিয়া বলেন, “ছুটির দ্বিতীয় দিনে শনিবার (২৯ মার্চ) ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নামলেও তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। নির্বিঘ্নে যাতায়াত করছে সব যানবাহন।”
তিনি আরো বলেন, “ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৭টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। মোটরসাইকেলের জন্য রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা। বর্তমানে তিনটি বুথ দিয়ে মোটরসাইকেল থেকে টোল আদায় করা হচ্ছে।”
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, “শনিবার ভোর থেকে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বেড়েছে। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেলসহ অন্য যানবহনের কোনো জট নেই। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে দুর্ঘটনা রোধে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।”
মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, “ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে নিরাপত্তার স্বার্থে দিনে ও রাতে হাইওয়েসহ চার শতাধিক পুলিশ কাজ করবে ঈদের আগে ও পরে।”
ঢাকা/রতন/মাসুদ