১২ দিন বন্ধ থাকবে তামাবিল স্থলবন্দরসহ সিলেটে আমদানি-রপ্তানি
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
সিলেটের তামাবিল স্থলবন্দরসহ সিলেট অঞ্চলের সকল শুল্ক স্টেশন ১২ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
একই সময়ে তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সব কয়টি বন্দরের সঙ্গে মিল রেখে এই ছুটি ঘোষণা করা হয়েছে। ৭ এপ্রিল থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
শনিবার (২৯ মার্চ) যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে জানিয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘পাথর আমদানিকারক গ্রুপ আমাদের একটি চিঠি দিয়ে জানিয়েছে, তারা আমদানি কার্যক্রম বন্ধ রাখবে। আমাদের সরকারি বন্ধ যেটা সেটাই। তাদের চিঠির আলোকে বলা যায়, আমদানি কার্যক্রম ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।”
ঢাকা/নূর/এস