ঢাকা     বুধবার   ০২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

মাদারীপুরে কুমির পিটিয়ে মারল গ্রামবাসী

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৯ মার্চ ২০২৫  
মাদারীপুরে কুমির পিটিয়ে মারল গ্রামবাসী

মাদারীপুরের কালকিনি উপজেলায় খাল থেকে একটি কুমির ধরে এনে পিটিয়ে মারা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বেলা ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কালকিনির পালরদী নদীতে কিছু দিন ধরে একটি কুমির দেখা যাচ্ছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসন মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়। শনিবার (২৯ মার্চ) নতুন আন্ডারচরে নদীর সংযোগ খালে কুমিরটির সন্ধান পাওয়া যায়। পরে এলাকাবাসী ফাঁদ পেতে কুমিরটিকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলে। বিষয়টি জানাজানি হলে অনেকে সেখানে ভিড় জমায়। একপর্যায়ে উৎসুক জনতা কুমিরটিকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ জানান, কুমির আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু উৎসুক জনতা আগেই প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত কুমিরটি বনবিভাগ উদ্ধার করে নিয়ে যায়। এভাবে বন্য প্রাণী হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। 

আরো পড়ুন:

ঢাকা/বেলাল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়