প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আবুল কালাম আজাদ
কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বরইতলি বানিয়ারছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফেরদৌস আহমেদের ছেলে।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, “গত রাত ৩টার দিকে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/তারেকুর/রাজীব