৮ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সকাল ৯টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
৮ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকাল ৯টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার রাত ১টার পর থেকে যমুনা সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কমতে শুরু করে।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, “বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। যানবাহনের চাপ থাকলেও তেমন যানজট নেই। মানুষ স্বস্তিতে গন্তব্য পৌঁছাচ্ছে।”
তিনি আরো বলেন, “ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।”
ঢাকা/কাওছার/এস