‘চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য ওঠে না’
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুরে একটি মসজিদে একদিন আগেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের ইমাম রহিম গাজী বলেছেন, চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য ওঠে না। পৃথিবী অনেক বড়ো, তাই বিভিন্ন দেশ থেকে আমরা একই সময়ে চাঁদ দেখতে পাই না।
রবিবার সকাল সাড়ে ৮টায় কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন ইমাম রহিম গাজী। নামাজে উপস্থিত ছিলেন ১৯ জন মুসল্লি। এর মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৩ জন। নারীরা আলাদাভাবে মসজিদে ঈদের নামাজে শরিক হন।
ইমাম রহিম গাজী বলেন, ‘‘মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানেও ঈদ হচ্ছে। আসলে ব্যাপারটা তা না। চাঁদ কিন্তু একটাই। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য ওঠে না। চাঁদ ওঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ ওঠে সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড়ো, তাই বিভিন্ন দেশ থেকে আমরা চাঁদ দেখতে পাই না। সেটা আমাদের ব্যর্থতা। সৌদি আরব পৃথিবীর মূল কেন্দ্র। সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয়।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা এভাবে ঈদ পালন করে আসছি ৮ থেকে ১০ বছর আগে থেকে। আগে মুসল্লি কম থাকায় বাড়িতেই নামাজ আদায় করতাম। এখন মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় কয়েক বছর হলো কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।’’
কেয়া//