ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ১৬:০০, ৩০ মার্চ ২০২৫
নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে

ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে কবির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে।

রবিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কবির হোসেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের মৃত আ. হাসিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী মাজেদা ও ছেলে সজীবের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। রবিবার সকালে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজীব ও তার মা লাঠি দিয়ে পিটিয়ে কবিরকে হত্যা করেন। পরে লাশ বাড়ি থেকে দূরে বিশনন্দীর চালকচর এলাকায় রাস্তায় ফেলে আসেন। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘‘পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মাজেদা ও পুত্রবধূ তানহাকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

ঢাকা/অনিক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়