ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ৩০ মার্চ ২০২৫  
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) ভোর ৬টায় সদর উপজেলার কালাবাজার সংলগ্ন ঝিনাইদহ-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু শেখ (৫৫) মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত কিয়াম উদ্দিনের ছেলে। আরারপপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ভোরে নসিমনযোগে গরু নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন ফজলু শেখ। পথিমধ্যে একটি সিমেন্টবাহী ট্রাক নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফজলু শেখ নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

ঢাকা/সোহাগ/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়