ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ১৭:৩৪, ৩০ মার্চ ২০২৫
দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন 

ফেনীর সদর উপজেলার পূর্ব সুলতানপুরের শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরীফে ঈদের নামাজ আদায় করা হয়

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে বরিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। তারা সৌদির আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন শেষে ঈদ উদযাপন করছেন।

ঈদ উদযাপনে তারা সকালে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজতে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে সেমাইসহ মিষ্টিমুখ করে আনন্দ ভাগাভাগি করে নেন।

ফেনী 
ফেনী জেলার তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের পূর্ব সুলতানপুরের দুটি পাড়া ও পরশুরাম পৌরসভার কোলাপাড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

পূর্ব সুলতানপুরের শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ গোলাম নবীর ইমামতিতে ঈদের নামাজ আদায় করেন। একই সময় গ্রামের অপর একটি অংশ পূর্ব সুলতানপুর রশিদিয়া দরবার শরীফের মরহুম মাওলানা গোলাম কিবরিয়া পীরমিয়ার ছেলে মুহাম্মদ সুলতান মাহমুদের নেতৃত্বে ঈদের নামাজ আদায় করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জানান, দুইশত বছরের বেশি সময় ধরে তারা সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

পূর্ব সুলতানপুর শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ গোলাম নবী বলেন, সকাল থেকে মুসল্লিরা উৎসবমুখর পরিবেশে ঈদগাহে আসতে শুরু করে। সুশৃঙ্খলভাবে নামাজ শেষ হয়েছে।

এ দিন পরশুরাম উপজেলার পৌর এলাকার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায় একটি স্থানেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

গাজীপুর
গাজীপুরের সদর উপজেলার ডগরি এলাকায় একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টার দিকে এই নামাজ হয়। যেখানে কয়েকটি পরিবারের সদস্যরা নামাজে অংশ নেয়।

নামাজ শেষে মোনাজতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে পড়ে। নামাজ শেষে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মিষ্টিমুখ করেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোজার পর এই দিনে তারা আনন্দে মেতে ওঠে। 

মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের দুই উপজেলার ১৫টি গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে। সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ওই সব এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

জেলা সদরের শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহে জাহাগিরিয়া মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক ব্যক্তি অংশ নেয়।

জাহাগিরিয়া তরিকার অনুসারীদের মতে, পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা উচিত। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করেন।

শিলই ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ বেপারী বলেন, তাদের ইউনিয়নের জাহাগিরিয়া তরিকার লোকজন ঈদের জামাত পড়েছে।  

বগুড়া
বগুড়ার তিন উপজেলার কিছু এলাকায় ঈদ উদযাপন করা হয়েছে। ধুনট উপজেলার হাশুখালী গ্রামে, সোনাতলা উপজেলার কালাইগাটা গ্রামে এবং গাবতলী উপজেলার রেল স্টেশন এলাকা ঈদের নামাজ আদায় করা হয়।

ধুনট ও সোনাতলা উপজেলার দুটি গ্রামের কয়েক বাড়ির মুসল্লিরা সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেন। আর গাবতলী উপজেলার রেল স্টেশনের একটি মাঠে সকাল ৮টায় ঈদের অর্ধশত মুসল্লি জামাতের আয়োজন করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

ঝিনাইদহ 
ঝিনাইদহের কয়েকটি গ্রামের মুসল্লিরা ঈদ উদযাপন করেন। সকাল ৮টায় সদর উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।

মুসল্লিরা জানান, ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল, শ্যামনগর, যাদবপুর; হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা এবং শৈলকুপা উপজেলার ভাটইসহ জেলাশহর থেকে আগত মুসল্লিরা এ ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিনাজপুর
দিনাজপুরে ৬ উপজেলার কিছু সংখ্যক গ্রামের বাসিন্দাদের একটি অংশ ঈদ উদযাপন করছেন।

দিনাজপুর শহরের বাসুনিয়া পট্টি পার্টি সেন্টারে; চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়; বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা গ্রামের নুরুলহুদা মাদ্রাসা মাঠে, ৬ জোদবানি ইউনিয়নের খয়েরবাড়ী আমগাছি ঈদগা মাঠে; নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাঘবেন্দপুর বাজার মাদ্রাসা মাঠে; কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুর গোরস্থান ঈদগাঁ মাঠে; বিরল থানাধীন ধর্মপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে বনগাঁও জামে মসজিদে নামাজ আদায় করেন কয়েক শতাধিক পরিবার। 

সকাল ৯টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় সাইতাঁড়া ইউনিয়নের রাবারড্যাম চিরিনদী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন আশপাশের কয়েকটি পরিবারের মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ অর্ধশতাধিক মুসল্লি অংশ নেয়। জামায়াতে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলীম।

চিরিনদী ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলী জানান, তারা ২০০৯ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করেন।

বাগেরহাট
বাগেরহাটের মোংলায় শতাধিক পরিবার ঈদ উদযাপন করছেন। উপজেলার চটের হাট এলাকার ১০০টি পরিবার সকাল ৮টায় চটের হাট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। জামাতে নারী-পুরুষ অংশ নেয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। 

তারা মসজিদ প্রাঙ্গণে মিষ্টি ও সেমাই খেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

চটের হাট জামে মসজিদের সভাপতি ইয়াসিন শেখ বলেন, ‘‘যারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেননি, তাদের সঙ্গে আমাদের বিরোধ নেই। আমরা সব মুসলমানের ঐক্য কামনা করি। এ কারণে চটের হাট জামে মসজিদে পরপর দুই দিন ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। যারা আজ ঈদ করছেন, তারা আজ নামাজ পড়েছেন। আর যারা সোমবার বা মঙ্গলবার ঈদ উদযাপন করবেন, তাদের জন্য আলাদা ইমামের নেতৃত্বে জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।’’

ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৩টি গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ উদযাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা, জয়দেবপুর ও দিঘীরপাড় গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ উদযাপন করছেন। 

সকাল ৮টা থেকে ১০টার মধ্যে বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করা হয়। মাইটকুমরা জামে মসজিদের ইমাম মো. রিফাত শিকদার জানান, তার মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। একইভাবে সহস্রাইল দায়রা ঘর জামে মসজিদে সকাল ১০টায় নামাজ আদায় করা হয়।

এই ১৩টি গ্রামের সবাই একসঙ্গে ঈদ উদযাপন করেন না। বেশিরভাগ মানুষ বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপন করবেন। মাইটকুমরা গ্রামের আবুল হাসান শেখ বলেন, তাদের গ্রামের কিছু মানুষ আজ ঈদ পালন করছেন। বাকিরা আগামীকাল করবেন।

শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ জানান, এখানকার কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। এটি তাদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের অংশ। 

ঢাকা/সাহাব/রেজাউল/তামিম/মোসলেম/শহীদুল/এনাম/সোহাগ/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়