ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ১৭:৫১, ৩০ মার্চ ২০২৫
গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ঈমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

তবে, আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদ প্রাঙ্গণ প্রস্তুত রাখা হয়েছে। একই সময় সেখানে হবে ঈদের প্রধান জামাত।

ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অংশ নিবেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান আলম বলেন, ‘‘গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এখান নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে ঈদের জামাতের সকল প্রস্তুতি শেষ হয়েছে।’’

ঢাকা/বাদল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়