চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:৪৯, ৩০ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়ণপুর মোড়ের মডেল মসজিদের পেছন থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডেল মসজিদের পেছন থেকে নীল রঙের একটি প্লাস্টিকের পলিথিনে মোড়ানো পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।’’
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।
ঢাকা/মামুন/রাজীব