ঈদে চাঁদপুর কারাগারে বন্দিদের জন্য থাকবে যেসব খাবার
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
ঈদের দিন পরিবারের সঙ্গে সবারই নানা ধরনের পরিকল্পনা থাকে। তবে কারাবন্দিদের ইচ্ছে থাকলেও নেই সেই সুযোগ। তবে, তাদের জন্য কারা কর্তৃপক্ষ করে থাকে নানা আয়োজন।
এবারো ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। ইতোমধ্যে শেষ হয়েছে খাবারের সকল প্রস্তুতি।
রবিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুর কারাগারের জেলার মুহাম্মদ মুনির হোসাইন বলেন, ‘‘ঈদ উপলক্ষে বন্দিদের জন্য সকালে পায়েস, দুপুরে পোলাও, গরুর মাংস (অমুসলিমদের জন্য খাসি), মুরগির রোস্ট, মিষ্টি ও পান-সুপারির ব্যবস্থা করা হয়েছে। রাতে সাদা ভাত, রুই মাছ, ডাল ও সবজির আয়োজন করা হয়েছে।’’
কারা সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা কারাগারে বর্তমানে তিন ফাঁসির কয়েদিসহ ৫৬১ পুরুষ এবং ২০ জন নারী বন্দি রয়েছেন। যা ধারণক্ষমতার বেশি।
ঢাকা/অমরেশ/রাজীব