ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ৩০ মার্চ ২০২৫  
কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

ঝালকাঠির রাজাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগরি বাজার সংলগ্ন ফরাজি বাড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন হাওলাদার উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বরিশালগামী একটি কাভার্ড ভ্যান রাজাপুরগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে।’’

ঢাকা/অলোক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়