ঈদের চাঁদ উৎসব
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঈদের চাঁদ উৎসবে মেতেছে শিশুরা
পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ঈদের চাঁদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) রাত ৮টায় পৌর শহরের মাদ্রাসা কালভার্ট সংলগ্ন দারুল মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করে। পরে মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা মেহেদী উৎসবে মিলিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা একে অপরের হাত মেহেদীর রংয়ে রাঙিয়ে দেন।
এর আগে শিক্ষার্থীরা মুক্ত আকাশে চাঁদ দেখা, মাদ্রাসার হলরুমে ইসলামী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে। শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এ উৎসবের আয়োজকদের স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
দারুল মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক হোসনেয়ারা বলেন, ‘‘আমরা মাদ্রাসায় সকল শিক্ষার্থী ও অভিভাবকরা একসঙ্গে চাঁদ দেখেছি। পরে আনন্দ মিছিল ও মেহেদী উৎসব হয়েছে। এমন ব্যতিক্রমী উৎসবের আয়োজন করায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও কলাপাড়া জনকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।’’
কলাপাড়া জনকল্যাণ ফাউন্ডেশনের মাহবুবুল আলম নাঈম বলেন, ‘‘মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের আনন্দ দেয়ার জন্য আমরা এ উৎসবের আয়োজন করেছি। অনেক শিশু শিক্ষার্থী ও অভিভাবকরা এ অনুষ্ঠানে অংশ নিয়েছে। আমরা প্রতি বছর এ অনুষ্ঠানটি করতে চাই।’’
ঢাকা/ইমরান/বকুল