ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

গোর-এ-শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৩১ মার্চ ২০২৫   আপডেট: ১০:২৮, ৩১ মার্চ ২০২৫
গোর-এ-শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত 

ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ গোর-এ-শহীদ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। প্রায় ২২ একর আয়তনের এই ময়দানে দিনাজপুরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা নামাজে অংশ নেন।

সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করেন আননুজুস মাদ্রাসার প্রধান  মাওলানা মোঃ মাহফুজুর রহমান।

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘‘বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। ঈদগাহ মাঠে নিরাপত্তার বিষয়টিতে বরাবরের মতো জোর দেওয়া হয়েছে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেছেন।’’

১৯টি প্রবেশপথ দিয়ে সকাল ৭টা থেকে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

মোসলেম//


সর্বশেষ

পাঠকপ্রিয়