ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

রাজশাহীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১ এপ্রিল ২০২৫  
রাজশাহীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে তাকে হত্যা করা হয়। নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান। ঘটনার পর চাচা রবিউল ইসলাম (৩০) পালিয়ে রয়েছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রকি ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদে বাড়ি এসেছিলেন। দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে রকিকে কুপিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রামেক হাসপাতালে নেওয়ার পথে রকির মৃত্যু হয়। তখন পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে যায়।

ওসি আরো জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার পর চাচা রবিউল ইসলাম পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। 

আরো পড়ুন:

এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়