নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (২২) নামের এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া (আসাম পাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
হাবিবুর রহমান হাবিব আসাম পাড়া গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে। হাবিব একই উপজেলায় দিয়ারকাজিপুর (ত্রিমোহনী) বাজারে ব্যবসা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাবিব নিজ ঘরে সদ্য প্লাস্টার করা মেঝে ও দেয়ালে সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি দিচ্ছিলেন। বৈদ্যুতিক বাল্বের একটি ঝুলন্ত হোল্ডার যাতে না ভিজে যায়, সেজন্য সেটি এক হাতে নিয়ে অন্য হাতে থাকা পাইপ দিয়ে পানি ছিটাচ্ছিলেন। একপর্যায়ে হাতে থাকা বৈদ্যুতিক বাল্বের হোল্ডারটি ভেজা মেঝেতে পড়ে ভেঙে যায়। এতে হাবিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। পরিবারের সদস্যরা বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।
হাবিবের প্রতিবেশী ওহিদুল ইসলাম জানিয়েছেন, হাবিব ১৪ দিন আগে বিয়ে করেছেন। আজ শ্বশুরবাড়ির লোকজন তার বাড়িতে আসার কথা ছিল।
ঢাকা/নাটোর/রফিক