বিছানায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

রাজবাড়ীতে শোবার ঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালমা খাতুন (২৮) একই গ্রামের সৌদি আবর প্রবাসী আজাদের স্ত্রী। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘‘ঈদের দিন রাতে দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে যান সালমা। সকালে তার শাশুড়ি ঘুম থেকে উঠে দেখেন, ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে সালমার গলায় ওড়না পেঁচানো মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন; পাশে শিশু সন্তান দুটি ঘুমেই ছিল। পরে থানায় খবর দেওয়া হয়।’’
ওসি আরো বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। কে বা কারা তাকে হত্যা করছে, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’’
ঢাকা/রবিউল/রাজীব