গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে উপজেলার বর্ষাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘সকালে বর্ষাপাড়া গ্রামের সিরাজ ফকির বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের করতে যান। এসময় একই বংশের গাউস ফকির বাঁধা দিলে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে, ১২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/বাদল/রাজীব