ঈদের সকালে রান্নার সময় শাড়িতে আগুন, মারা গেছেন সেই গৃহবধূ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
চট্টগ্রামের আনোয়ারায় শাড়িতে আগুন লেগে দগ্ধ ঊর্মি আক্তার (২৫) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের সকালে রান্নার সময় ঊর্মির পড়নের শাড়িতে আগুন লাগে। এ সময় তিনি রান্নাঘর থেকে বের হয়ে ডাক-চিৎকার করেন। পরে বাড়ির লোকজন এগিয়ে এসে আগুন নেভান। গুরুতর আহতাবস্থায় ঊর্মিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈয়্যবুর রহমান বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রেজাউল/রাজীব