ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

বেপরোয়া গতির ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, ৪ যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:৪৬, ১ এপ্রিল ২০২৫
বেপরোয়া গতির ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, ৪ যুবক নিহত

নিহত চার যুবক

মাদারীপুরের শিবচর উপজেলায় তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবচরের কুতুবপুর এলাকার বাবুখাঁর ব্রীজ এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন (২৫) ও শরীয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানার ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯) ঘটনাস্থলে মারা যায়। এ সময় জাজিরার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান (২১) এবং ইসকান খানের ছেলে অলি খান (২২) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায়।

দুপুরে বেপরোয়া গতিতে তিনটি পরস্পর বিপরীতমুখী মোটরসাইকেলের বাবুখাঁর ব্রীজের কাছে সংঘর্ষ হয়। ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল নিয়ে পদ্মাসেতু এলাকায় ঘুরতে বের হন ওই যুবকেরা। প্রথমত দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক আরেকটি মোটরসাইকেল চলে এলে সেটিও সংঘর্ষের মধ্যে পড়ে। এ সময় ঘটনাস্থলে মিঠুন ও হৃদয় ঢালীর মৃত্যু হয়। পরে অলি খান ও রমজানের মৃত্যু হয়। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।  

আরো পড়ুন:

পদ্মাসেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান,  দুর্ঘটনা শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকার তিন জন ও শিবচরের একজন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ঢাকা/বেলাল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়