মধুমতি নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে পড়ে নিখোঁজ কলেজছাত্র আব্দুল করিম মুন্সীর (২২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, দুপুরে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
আব্দুল করিম মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার সুলতালশাহী গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে এবং ঢাকার মীরপুরের ঢাকা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম বলেন, ‘‘মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে কলেজছাত্র নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে মাদরীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সন্ধ্যা ৬টায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।’’
মৃতের বাবা হাফিজুর মুন্সী জানান, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন আব্দুল করিম। মঙ্গলবার দুপুরে নৌকায় করে মধুমতি নদীতে মাছ ধরতে যান চার বন্ধু। এ সময় জালে জড়িয়ে নদীতে পড়ে নিখোঁজ হন আব্দুল করিম।
ঢাকা/বাদল/রাজীব