সাতছড়ি উদ্যানে আবার আগুন
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আজ মঙ্গলবার দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে আগুন লাগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে আবারো আগুন লেগেছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উদ্যানের কনিমোর্চায় আগুনের সূত্রপাত হয়। এ আগুনে প্রায় ৩০ শতাংশ বনভূমি পুড়ে গেছে। বনরক্ষীদের তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
গত ১৩ মার্চ উদ্যানের একটি টিলায় আগুন লেগে এক একরের বেশি বনাঞ্চল পুড়ে যায়।
সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুনুর রশিদ জানান, কে বা কারা আগুন লাগিয়েছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ধূমপান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। উদ্যানের প্রাণ-প্রকৃতি বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
এ উদ্যানের ভেতরে অন্তত ২৪টি আদিবাসী পরিবারের বসবাস। রয়েছে বন বিভাগের লোকজন। পর্যটকদের জন্য চালু আছে প্রজাপতি বাগান, ওয়াচ টাওয়ার, হাঁটার ট্রেইল, খাবার হোটেল, রেস্ট হাউস, মসজিদ, রাত যাপনে স্টুডেন্ট ডরমিটরি। উদ্যানে দুই শতাধিক প্রজাতির উদ্ভিদের মধ্যে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, সিধা জারুল, আওয়াল, মালেকাস, আকাশমনি, বাঁশ, বেত ইত্যাদি উল্লেখযোগ্য।
উদ্যানে ১৯৭ প্রজাতির জীবজন্তুর মধ্যে প্রায় ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৮ প্রজাতির সরীসৃপ, ৬ প্রজাতির উভচর। আরো আছে প্রায় ২০০ প্রজাতির পাখি। রয়েছে লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমান, উল্লুক, ভাল্লুক, চশমাপরা হনুমান, শিয়াল, কুলু বানর, মেছো বাঘ, মায়া হরিণের বিচরণ। সরীসৃপের মধ্যে আছে নানা জাতের সাপ। কাও ধনেশ, বন মোরগ, লাল মাথা ট্রগন, কাঠঠোকরা, ময়না, ভিমরাজ, শ্যামা, ঝুটিপাঙ্গা, শালিক, হলদে পাখি, টিয়া প্রভৃতির আবাসস্থল এই উদ্যান।
ঢাকা/মামুন/বকুল