ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

ঈদের রাতে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৩৬, ১ এপ্রিল ২০২৫
ঈদের রাতে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ফাইল ফটো

কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম হাকিম (২৫)। তিনি একই উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ভুক্তভুগী বাদী হয়ে মামলা করেছেন। এর আগে, সোমবার দবিাগত রাতে টান চারিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, ‘‘ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ঈদের দিন রাতে ছোট সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে ঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন হাকিম মিয়া। আসামিকে ধরতে অভিযান চলছে। সেই সঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

ঢাকা/রুম্মন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়