ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

তিন জেলায় সংঘর্ষে আহত ১৩০

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:২৮, ১ এপ্রিল ২০২৫
তিন জেলায় সংঘর্ষে আহত ১৩০

প্রতীকী ছবি

ঈদের পর দিন তিন জেলায় ভিন্ন ভিন্ন কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বিভিন্ন সময় এসব সংঘর্ষ হয়।

সংঘর্ষে সবচেয়ে বেশি আহত হয়েছে হবিগঞ্জে, ৭০ জন। দ্বিতীয় সর্বোচ্চ আহত গোপালগঞ্জে, ৪০ জন। রাইজিংবিডির প্রতিনিধিরা এ সংক্রান্ত খবর পাঠিয়েছেন।

হবিগঞ্জ

হবিগঞ্জের লাখাই উপজেলায় সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী বলেন, ‘‘দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’’

অপরদিকে, হবিগঞ্জ জেলার মাধবপুরে মাজারের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনূর বলেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর মাজার নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মাজারটি নিয়ন্ত্রণে নেওয়া চেষ্টা করেন। এর এক পক্ষে নেতৃত্ব দেন যুবদল নেতা নজরুল গাজী, অপর পক্ষে বিএনপি নেতা অ্যাডভোকেট সাজিদুল ইসলাম সজল। মঙ্গলবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকালে বর্ষাপাড়া গ্রামের সিরাজ ফকির বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের করতে যান। এসময় একই বংশের গাউস ফকির বাঁধা দিলে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে, ১২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

অপরদিকে, গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় মসজিদের জায়গায় রাস্তা নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন দেবনাথ বলেন, ‘‘প্রায় ৩৫ বছর আগে সড়াইডাঙ্গা গ্রামের আবু তালেব বিশ্বাস ননীগোপালপুর সড়াইডাঙ্গা মাদ্রাসায় ৪ কাঠা জমি দান করেন। মঙ্গলবার স্থানীয়রা মাদ্রাসার জায়গায় সীমানা খুঁটি লাগাতে গেলে আবু তালেব বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস বাধা দিয়ে জায়গা দিতে অস্বীকার করে রাস্তা বানাতে চান। এ নিয়ে হাসান বিশ্বাসের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। পরে হাসান বিশ্বাসের সমর্থকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।’’

সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও শাহ আলম পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। মঙ্গলবার ধান শুকানোর জায়গা দখল নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

ঢাকা/মামুন/বাদল/মনোয়ার/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়