ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২ এপ্রিল ২০২৫  
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তবে, তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।’’

এর আগে, বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস জানায়, বাস-মাইক্রোবাস সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এর আগে, গত সোমবার (৩১ মার্চ) একই স্থানে বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিল।

আরো পড়ুন: চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

ঢাকা/রেজাউল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়