ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

কিশোরগঞ্জের হাওরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২ এপ্রিল ২০২৫   আপডেট: ১২:২০, ২ এপ্রিল ২০২৫
কিশোরগঞ্জের হাওরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা কিশোরগঞ্জ। প্রতিবছর ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। তবে, এবারের দৃশ্যপট ভিন্ন। শুকনো মৌসুম হওয়ায় জেলার হাওরগুলোতে পানি নেই। তবু, অলওয়েদার সড়কজুড়ে ঈদের দিন থেকে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঢাকা থেকে বেড়াতে আসা সানজিদা সামান্তা নামের এক পর্যটক বলেন, ‘‘অনেকদিন ধরেই হাওর দেখার ইচ্ছে ছিল। তাই এবার ছুটি পেয়েই চলে এসেছি। কিন্তু, এসে দেখি হাওরে পানি নেই। তবে, আশপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর।’’

বুধবার (২ এপ্রিল) সরেজমিনে অলওয়েদার সড়কে গিয়ে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এদের কেউ কেউ ঘোড়ার পিঠে, কেউ বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে; কেউবা পিকআপে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে টিকটক, সোশ্যাল মিডিয়ায় নিজেদের তুলে ধরতে বিভিন্ন সাজে ও অঙ্গভঙ্গিতে ছবি তুলছেন। ঈদকে কেন্দ্র করে অনেক ফটোগ্রাফার ছবি তুলে আয় করছেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, সাধারণত বছরের ছয় মাস হাওরে পানি থাকে। সেই সময় পর্যটকের ভিড় লেগেই থাকে। তবে, এবার ঈদ উপলক্ষে শুকনো মৌসুমেও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। তবে, উঠতি বয়সী তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো নিয়ে আমারা কিছুটা দুশ্চিন্তায় থাকি।

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়