ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:০১, ২ এপ্রিল ২০২৫
সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) ভোররাতে তারা মারা যান।

নিহতরা হলেন- উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া গ্রামের সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৫) ও জাফর খাঁর ছেলে টিটু খাঁ (৩৩)।

স্থানীয়রা জানান, গত সোমবার রাতে একসঙ্গে ১৫ থেকে ২০ যুবক মদপানে করেন। পরদিন অসুস্থ হয়ে পড়েন ১১ জন। এর মধ্যে, বুধবার দুজন মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন, বাকি চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন:

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসর (আরএমও) ডা. প্রসন কুমার বলেন, ‘‘মদপানে অসুস্থ একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। আরেকজন অন্য হাসপাতালে মারা গেছেন।’’

আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বলেন, ‘‘মদপানে মৃত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়