ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৪ ১৪৩১

ড. ইউনূসও বিএনপির মতো নির্যাতিত: আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৩৬, ২ এপ্রিল ২০২৫
ড. ইউনূসও বিএনপির মতো নির্যাতিত: আযম খান

টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘‘সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্যাতিত হয়েছিলেন। ফ্যাসিবাদের সময় ড. ইউনূসকে শতশত কাল্পনিক হয়রানিমূলক মামলা দিয়ে যেমনি বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানি ও গায়েবি হামলা দেওয়া হয়েছিল। লাখ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। সেরকমি ড. মুহাম্মদ ইউনূস স্যার আপনিও তো নির্যাতিত হয়েছিলেন। প্রতিটা পদে পদে আপনাকে নির্যাতন করা হয়েছিল। আপনার নির্যাতনের সময় বিএনপি আপনার পাশে থেকেছে। আপনিও নির্যাতিত বিএনপির মতো।’’ 

বুধবার (২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘আপনি প্রধান উদেষ্টা হয়েছেন, নির্যাতনকারী ফ্যাসিবাদ পালিয়ে গেছে। তাই আপনার প্রতিশ্রুতি বাংলাদেশটাকে সমৃদ্ধির যাত্রায় ফিরিয়ে নিয়ে আসবেন। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন। ইতোমধ্যেই প্রতিপক্ষ রাজনৈতিক দল বুঝে গেছে, তারা প্রতিদিন বোরকা পড়ে মা-বোনদের কাছে যায়। তারা একটি ভুল তথ্য দিয়ে আসে এবং সেটা ভুল না শুধু ধর্মের বিরুদ্ধে তথ্য দিয়ে আসে। সেটা হলো, আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদেরকে বেহেস্তের চাবি নিয়ে এসেছি। এই যে মিথ্যাচার, একমাত্র আল্লাহ রাব্বুল আল-আমিন বেহেস্তের চাবি দিতে পারেন।’’ 

তিনি আরও বলেন, ‘‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। তারপরবর্তী সময়ে আরও একটু দেরিতে আমাদের আগামী দিনের রাষ্ট্র নায়ক ও দেশনায়ক তারেক রহমান আসবেন। সারা বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য ও দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য অপেক্ষা করছে।’’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

ঢাকা/কাওছার/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়