ছবি তুলতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

উপজেলার মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো একজন গুরুতর আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. কাইয়ুম (২২) ও মো. তারেক মিয়া (২৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন, কুমিল্লা দেবিদ্দার বাইরা ভাহুরা এলাকার আব্দুর করিম মিয়ার ছেলে কাইয়ুম মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার পুরকুইল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মো. তারেক মিয়া।
ঘটনাস্থল পরিদর্শন করে আখাউড়া রেলওয়ে থানার এসআই শোভন নাথ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রেনের ছাদে থাকা কয়েকজন যুবক ছবি তোলার জন্য উঠে দাঁড়ায়।
এসময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস লাইনের তার পেঁচিয়ে তারা ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে কাইয়ুম নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে মো. তারেক মিয়ার মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রেনের ছাদের উপর কয়েকজন যুবক মোবাইলে ছবি অথবা ভিডিও করছিল এমন অবস্থায় ট্রেনের উপরে থাকা ডিস লাইনের তারে লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়া অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। মূমুর্ষ অবস্থায় আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।”
ঢাকা/রুবেল/এস