চলন্ত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
নোয়াখালীর বেগমগঞ্জে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন দগ্ধ হয়েছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির কহিনুর হোসেন (৫৫), চৌমুহনীর নাজিরপুরের আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯), আনোয়ারের দুই মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১) এবং একই এলাকার ইকবালের ছেলে তাওহিদ (৫) ও মেয়ে শাহনা (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মাইজদী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বেগমগঞ্জ চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে গ্লোব ফ্যাক্টরির সামনে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হলে যাত্রীরা দগ্ধ হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অগ্নিদগ্ধদের মধ্যে কহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ‘‘অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচজন আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীরের ৫ থেকে ৭ শতাংশ পুড়ে গেছে।’’
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘‘বিষয়টি লোকমুখে শুনেছি। তবে, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।’’
ঢাকা/সুজন/রাজীব