ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৪ ১৪৩১

বন্ধুদের সঙ্গে মেঘনায় নেমে নিখোঁজ, দ্বিতীয় দিনের অভিযানে ডুবুরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:৪১, ৩ এপ্রিল ২০২৫
বন্ধুদের সঙ্গে মেঘনায় নেমে নিখোঁজ, দ্বিতীয় দিনের অভিযানে ডুবুরি

মুন্সীগঞ্জের গজারিয়ায় তেতৈতলা এলাকার মেঘনা নদী

মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে ফারুক হোসেন (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো তার সন্ধানে অভিযান শুরু করেছে।

বুধবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে ফারুক নিখোঁজ হয়।

নিখোঁজ ফারুক হোসেন নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিখোঁজ তরুণের বন্ধু জহিরুল ইসলাম বলেন, “বুধবার দুপুর আড়াইটার দিকে আমরা সানারপাড় থেকে ২২ জন তেতৈতলা এলাকায় মেঘনা নদীর তীরে বনভোজনে আসি। বিকেল সাড়ে চারটার দিকে নিখোঁজ ফারুক ও আমিসহ ৬ জন গোসল করার জন্য পানিতে নামি। আমরা পাঁচজন গোসল করে উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরো কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে। পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণেও উপরে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। তার হদিস না পাওয়া গেলে পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাতের অন্ধকার নেমে এলে অভিযান বন্ধ রেখে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তার সন্ধানে অভিযান শুরু করে।

বিষয়টি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডুবরি আবুল খায়ের বলেন, “খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে আমরা ঘটনাস্থলে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করি। তার কোনো হদিস পাওয়া যায়নি।”

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আনোয়ার আলম আজাদ বলেন, “এরকম একটি খবর আমি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে।”

ঢাকা/রতন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়