মাদারীপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মাদারীপুরের শিবচর উপজেলায় সাইদ মোল্লা (৬০) নামের এক চালককে হত্যার পর তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যানসহ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী বেশে ভ্যানে ওঠে ছিনতাই চক্রের সদস্যরা। রাত সাড়ে ১০টার দিকে ভ্যান কাঠালবাড়ির তালতলা এলাকায় এলে প্রথমে ভ্যানচালক সাইদ মোল্লাকে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। পরে ভ্যান নিয়ে সটকে পড়ে। ছিনতাইকারীরা ভ্যান নিয়ে কাঠালবাড়ি এলাকা অতিক্রম করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের গতি রোধ করা হয়। এ সময় ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করে এলাকাবাসী। অন্যরা পালিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেছেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহের সুরতহাল করে মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই চক্রের এক সদস্যকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে।
ঢাকা/বেলাল/রফিক