কয়েলের আগুনে পুড়ল ৫ গরু, কৃষক দগ্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়েছিলেন খোকা আকন্দ (৫৫)। কয়েলের আগুন থেকে গোলায়ঘরে ঘটে অগ্নিকাণ্ড। এতে পাঁচটি গরু দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক খোকা আকন্দও। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২ এপ্রিল) ভোর রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
খোকা আকন্দের ভাই শফিকুল ইসলাম বলেছেন, কয়েলের আগুন থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে পাঁচটি গরু দগ্ধ হয়। এর মধ্যে একটি গাভী মারা গেছে ও দুটি গরু জবাই করা হয়েছে। বাকি দুটি গুরুতর আহত অবস্থায় আছে। বড় ভাই খোকা আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার মো. আব্দুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুর মালিকের দাবি, তার ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ড ঘটেছে।
ঢাকা/অদিত্য/রফিক