ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

চট্টগ্রামে বিআরটিএর অভিযানে ৬২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ৩ এপ্রিল ২০২৫  
চট্টগ্রামে বিআরটিএর অভিযানে ৬২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন থেকে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট এবং চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় দুই জন ম্যাজিট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। 

চট্টগ্রাম বিআরটিএর আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়ার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয় সকাল থেকে। দুপুর পর্যন্ত বিভিন্ন যানবাহনকে বিভিন্ন অপরাধে ২১টি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে কাগজপত্র হালনাগাদ না থাকায় একটি অ্যাম্বুলেন্স ডাম্পিং করা হয়।

অন্যদিকে, চট্টগ্রাম বিআরটিএর আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমার নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালিত হয়। দুপুর পর্যন্ত এ অভিযানে বিভিন্ন যানবাহনকে ১৫টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন বিআরটিএর চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম।

ঢাকা/রেজাউল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়