তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন, আশাবাদী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘‘দ্রুত সময়ের মধ্যেই আমাদের নেতা এবং নেত্রী দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন।’’
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’, উপলক্ষে দুরন্ত ১৬ ব্যাচের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি নির্বাচনের। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ তরুণ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই দেশের মানুষ করেছে।’’
তিনি আরো বলেন, ‘‘এই অন্তর্বর্তী সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। কাজেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের, সেই আকাঙ্ক্ষা সরকার দ্রুত পূরণ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আমরা দলের পক্ষ থেকে সব সময় জানিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা এই সরকারকে সহযোগিতাও করে যাচ্ছি।’’
তিনি বলেন, ‘‘যেহেতু এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। তাই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেটি পূরণ করতে যৌক্তিক সময়ে সরকার পদক্ষেপ নিতে হবে।’’
তবে দলের পরবর্তী পদক্ষেপের বিষয়ে দলের এই সিনিয়র নেতা বলেন, ‘‘দলের একটি নীতি নির্ধারণী কমিটি রয়েছে, দল পরবর্তী কী সিদ্ধান্ত নেবে, সেটি তারাই বলতে পারবে।’’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।
ঢাকা/কাওছার/বকুল